ফুটবল

মেহেরপুরে মার্সেল ফুটবল টুনামেন্টে চৌগাছা জয়ী

By মেহেরপুর নিউজ

November 23, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরনী ক্লাব আয়োজিত মেসার্স মক্কা ইলেকট্রনিক্স মেহেরপুরের সৌজন্যে মার্সেল ফুটবল টুনামেন্ট-২০১৯ এর খেলায় চৌগাছা জয়লাভ করেছে।

শনিবার বিকালে রায়পুর মাঠে অনুষ্ঠিত খেলা চৌগাছা একাদশ ২-০ গোলে যতারপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় প্রধমার্ধে শামিমের গোলে চৌগাছা একাদশ এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে খেলাতে নেমে চৌগাছা একাদশের পক্ষে সেলিম আরো একটি গোল করে ব্যবধান দ্বিগুন করে। খেলার শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় চৌগাছা একাদশ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।