শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে মাসসাইকেসিস ইললেস রোগে আক্রান্ত ২০ স্কুল ছাত্রী

By মেহেরপুর নিউজ

September 26, 2012

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: আজ বুধবার সকাল ১১টার সময় মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ২০ জন ছাত্রী মাসসাইকেসিস ইললেস নামের একটি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ শাহীন মেহেরপুর নিউজ কে জানান, আক্রান্তরা বর্তমানে ভাল আছে এতে আতংকিত হওয়ার কিছু নেই। মাসসাইকেসিস ইললেস একটি ভাইরাস জনিত রোগ এটা এক জনের দেখা দেখি একাধিক জনের হতে পারে। কিন্তু এটা ক্ষতিকারক কোন রোগ নয়। আক্রান্ত ব্যক্তি দুই এক ঘন্টার ভিতরে সুস্থ্য হয়ে যাবে। জানা গেছে,গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী রুবিনা খাতুন ক্লাস চলাকালিন অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে ক্লাসের শিক্ষক ও ছাত্রীরা তাকে ক্লাসের বাইরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে সুস্থ্য করে তোলে এসময় দশম শ্রেণীর ছাত্রী দিতি,সপ্তম শ্রেণীর ছাত্রী শিউলি, নাজমিন, অষ্টম শ্রেণীর ছাত্রী রুপালী, সনিয়া, হ্যাপি, সহ ২০ জন ছাত্রী একে একে আক্রান্ত হতে থাকে আক্রান্তদের স্কুলের শিক্ষকরা দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরপুর নিউজ কে জানান, আমি একটি মিটিংয়ে ছিলাম আমার স্কুলের শিক্ষকরা আমাকে এ খবর জানালে আমি তাৎক্ষনিক স্কুল ছুটি ঘোষনা করি। এবং হাসপাতালে গিয়ে ডাক্তার দের সাথে কথা বলি। তিনি আরো জানান, আক্রান্ত ছাত্রীদের সুস্থ্য ও এই ভাইরাসে যেনো আর কেই আক্রান্ত না হয় সে জন্য আমি স্কুল টি ৫দিনের ছুটি ঘোষনা করেছি।