ফুটবল

মেহেরপুরে মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঘাটপাড়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

November 06, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বোসপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বোস পাড়ার নেশার মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঘাটপাড়া একাদশ জয়লাভ করেছে।

বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় ঘাটপাড়া একাদশ ১-০ গোলে কদমতলা একাদশকে পরাজিত করে । বিজয় দলের বাপ্পা জয় সূচক গোলটি করেন।