বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে কাশ্যবপাড়া ও বাসস্ট্যান্ড একাদশের জয়

By Meherpur News

August 20, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরি স্পোর্টিং ক্লাব ও ব্রাইট স্টার ক্লাবের যৌথ উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে কাশ্যবপাড়া একাদশ এবং বাসস্ট্যান্ড একাদশ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় কাশ্যবপাড়া একাদশ ৪-০ গোলে দুরন্ত হোটেল বাজার একাদশকে পরাজিত করে। দলের পক্ষে ওমর দুটি, মনা ও আলামিন একটি করে গোল করেন।

অন্য খেলায় বাসস্ট্যান্ড একাদশ ২-০ গোলে প্রতাপ একাদশকে হারায়। দলের পক্ষে শ্রাবণ দুটি গোল করেন।