মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে এফসিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় এফসিবি একাদশ ২-০ গোলে রাইপুর জাগরনী ক্লাবকে পরাজিত করে। রফিকুল দলের পক্ষে একাই ২টি গোল করেন।
বিজয়ীদলের দলের মনা সর্বোচ্চ ও একই দলের মিরাজ শ্রেষ্ঠ গোলদাতার পুরস্কার লাভ করেন। খেলা শেষে প্রবীণ ফুটবলার রকিবুল ইসলাম মিঠু বিজয়ীদের মদ্যে পুরস্কার বিতরন করেন। মিনি ফুটবল টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন মেহেরপুর নিউজ ২৪ ডট কম।