আইন-আদালত

মেহেরপুরে মিমি বেকারীর জরিমানা

By মেহেরপুর নিউজ

September 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ সেপ্টেম্বর: উৎপাদিত বিস্কিটের প্যাকেটে মেয়াদ উর্ত্তীনের সীল না থাকায় মেহেরপুর শহরের মিমি বেকারীর মালিক মনিরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নুর এ আলম অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেণ। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৬ ধারা মোতাবেক মিমি বেকারীর মালিক আইন ভঙ্গ করেছেন। সে মোতাবেক তার ৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।