রাজনীতি

মেহেরপুরে মির্জা ফকরুলের মুক্তি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

January 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর-এর নিঃশর্ত মুক্তি, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ও জেলা ছাত্রদল নেতা রাজিব খান প্রমুখ। সভায় বক্তরা বলেন অবিলম্বে মির্জা ফকরুলের মুক্তি দিতে হবে। নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতনকে অনিবার্য করে তুলবে।