রাজনীতি

মেহেরপুরে মির্জা ফকরুলের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবীতে মানব প্রাচীর অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারী: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবীতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যেগে পৃথক পৃথক স্থানে মানব প্রাচীর অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় মেহেরপুর শহরের কোর্ট মোড়ে জেলা তৃণমূল দলের সভাপতি সামসুল ইসলাম সামসের নেতৃত্বে মানব প্রাচীরে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসলাম আলী মাষ্টার সহ বিএনপি নেতৃবৃন্দরা। এসময় মানব প্রাচীরে জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপি নেতা কর্মিরা অংশগ্রহণ করে।

অপরদিকে সদর উপজেলার বারাদী বাজারে মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মানব প্রাচীরে অংশ নেয় জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন,বিএনপি নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমান,জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,জেলা বিজেপির আহবায়ক শেখ সাঈদ আহমেদ,জামায়াত নেতা মাওলানা রুহুল আমীন,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।