বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

February 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ ফেব্রুয়ারি: মেহেরপুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ মুলক ‘মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার ২য় দিনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের গল্প শুনে আবেগ আপ্লতু হয়ে পড়ে। অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে যুদ্ধদিনের স্মৃতিচারণ মূলক গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, ইসমাইল হোসেন, এম এ হালিম, ক্যাপটেন (অব:) আব্দুল মালেক। মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া বলেন, মুক্তিযুদ্ধ যখন শুরু করলাম তখন শুধু একটাই ধ্যান ছিল কবে দেশকে ¯^াধীন করবো, কবে ¯^াধীন হব। যুদ্ধকালীন সময়ে ১৭ এপ্রিল মুজিবনগরে যেতে বলা হলো। ভারত থেকে শত শত গাড়িতে করে লোকজন আসতে থাকলে ওই বাগানে। পরে জানলাম এখানে অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠান হবে। ওই আমবাগানে কত হাজার লোক জমায়েত হয়েছিল তা অজানা ছিল। ১৩২টি দেশের সাংবাদিক ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর পর থেকে আমরা মুক্তিযোদ্ধারা ইউনিট কমান্ডারের নির্দেশমতে ভারতে চলে যায় প্রশিক্ষণ নিতে। সেখানে প্রশিক্ষণ শেষ করে আমি অন্যান্য মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। আলোচনা শেষে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় তিনজন বিজয়ীকে পুরস্কুত করা হয়।