বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

November 10, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান মরহুমের মরদেহ পুস্পমাল্য অর্পণ করেন।

এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক সহ এলাকার বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন। পরে হিজলবাড়িয়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।