মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ এপ্রিল: মুক্তিযোদ্ধা কোটায় চাকরির দাবিতে মেহেরপুরের একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মেহেরপুর সিভিল সার্জন অফিসের সামনে আমরন অনশন শুরু করার প্রায় ৪৮ ঘন্টা পর মেহেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে অনশন ভঙ্গ করানো হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবলু মিয়া মুক্তিযোদ্ধা নিহাজউদ্দিন তুফান ও তার পরিবারের সদস্যদের জুস পান জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান। এর আগে সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবলু মিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মুক্তি যোদ্ধা মতিয়ার রহমান বাচ্ছু, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, আহত আলী, উমেদিন আলী, নজরুল ইসলাম প্রমুখ। উলেখ্য মেহেরপুর মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্্র গাড়ি চালক পদে মুক্তিযোদ্ধা কোটায় অমুক্তিযোদ্ধা সন্তানদের নিয়োগ দেয়ার প্রতিবাদে গত ২ মে বিকেলে মুক্তিযোদ্ধা নিহাজউদ্দিন তুফান তার ৩ সন্তানকে নিয়ে আমরন অনশন শুরু করেন।