ক্রিকেট

মেহেরপুরে মুজিব বর্ষ ক্রিকেট টুর্ণামেন্টে ভাইকিং একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 09, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুজিব বর্ষ ক্রিকেট টুর্ণামেন্টে ভাইকিং একাদশ জয়লাভ করেছে। রবিবার অনুষ্ঠিত খেলায় ফাইটিং একাদশ ১শ রানের বিশাল ব্যবধানে যাদবপুর সংঘ কে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে ভাইকিং একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অজিত ৭২ সোহাগ ৫৫ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে যাদবপুর ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। সময় দলের পক্ষে ৩০ রান সংগ্রহ করে। ভাইকিং এর শুভ ও শিবলু দুটি করে উইকেট লাভ করে।