মেহেরপুর নিউজ:
স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ট্যাব বিতরণ করেন।মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, আব্দুল কাদির মিয়া প্রমুখ।মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।