মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের শর্মা ফুড প্লাজা ও ক্যাফে গার্ডেনে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম এবং তানজিনা শারমিন দৃষ্টি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শর্মা ফুড প্লাজাকে ৫ হাজার টাকা এবং ক্যাফে গার্ডেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।