খেলাধুলা

মেহেরপুরে মেয়েদের কাবাডি প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন

By মেহেরপুর নিউজ

October 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পক্ষকাল ব্যাপি মেয়েদের কাবাডি প্রশিক্ষন শেষে মঙ্গলবার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরন করেন। জেলা ক্রীড়া অফিসার মাহাবুব আলমের সভাপতিত্বে সনদ পত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক।

পক্ষকাল ব্যাপি ওই প্রশিক্ষনে মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ছাত্রী অংশ গ্রহণ করেন।

মেহেরপুর আমঝুপি পাবলিক ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আমঝুপি পাবলিক ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন। আমঝুপি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম উপস্থিত থেকে ক্লাব প্রাঙ্গনে ফুটবল ও ক্রিকেট সামগ্রী প্রদান করেন। এসময় সহকারি অধ্যাপক সাইদুর রহমানের মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা। আমানুল্লাহ, জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর সিরাজুল ইসলাম, খলিলুর রহমান, মাসুদুল হাসান, মতিউল আশরাফ, আক্তার হোসেন, সুরাত আলী প্রমুখ।