বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মেয়েদের তৈরি হস্তশিল্প প্রদর্শন ও আলোচনা

By মেহেরপুর নিউজ

October 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ অক্টোবর: মেহেরপুর সিডিপির উদ্যোগে নেদারল্যান্ড পামের সহযোগিতায় হস্তশিল্প প্রদর্শন ও আলোচনা সভা আয়োজন করা হয়।

সোমবার বিকালে সিডিপি মিলনায়তনে সিডিপির সভাপতি মীর রওশন আলী মনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পত্নী স্মৃতি রানী সিনহা।

বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ড পামের প্রতিনিধি প্রকৌশলী বার্নডেট ডেম হুইস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী আরফিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্নী ফারজানা হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পত্নী নাদিরা আহামেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় বোর্ডের সদস্য অ্যাড. খন্দকার একরামুল হক হীরা।

বক্তব্য রাখেন মেহেরপুর সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস, কো-অডিনেটর জনপি বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

পরে জেলা অতিথিবৃন্দ মেয়েদের তৈরি হস্তশিল্প পরিদর্শন করেন।