বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা আহত

By মেহেরপুর নিউজ

December 07, 2019

মেহেরপুর নিউজ:

সদর উপজেলার শ্যামপুর গ্রামের মোটর সাইকেলের আকলিমা খাতুন নামের এক বৃদ্ধা আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের সুরমান আলীর স্ত্রী আকলিমা খাতুন শ্যামপুর ভিটাপাড়া নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় আকলিমা খাতুন মারাত্মক আহত হলে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল পাঠায়।