বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

By মেহেরপুর নিউজ

October 01, 2018

মেহেরপুর নিউজ,০১ অক্টোবর সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। যে সকল মোটরসাইকেল চালকদের রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স আছে হেলমেট ব্যবহার করছেন না তাদেরকে হেলমেট দেওয়া হয়েছে। হেলমেট নিতে অপারগতা প্রকাশ করলে মামলা দেওয়া হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে এ উপলক্ষে হেলমেট ও প্রচার পত্র বিতরনের উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের চেযারম্যান গোলাম রসুল, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা ট্রাফিক পুলিশের টিআই-১ ইসমাইল হোসেন, টিআই-২ গোলাম মুজতবা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমনসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে জেলা পুলিশ সুপার প্রচারপত্র বিলি করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। পুলিশ, সাংবাদিকসহ সাধারণ মানুষ যাতে হেলমেট ব্যবহারে সচেতনের আহবান জানিয়েছেন।