বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোবাইল কোর্ট দুই চালকের জরিমান

By মেহেরপুর নিউজ

June 04, 2023

মেহেরপুর নিউজ ;

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট বসিয়ে রাস্তার পাশে গাড়ি রেখে যাত্রী ওঠা নামানো করার অভিযোগ ২ লেগুনা চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউস সড়কে এ মোবাইল কোর্ট বসানো হয়।জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এবং দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্টে রাস্তার পাশে গাড়ি রেখে জনজীবন চলাচলের বিঘ্ন সৃষ্টি করার অপরাধে দুই লেগুনা চালকের নিকট থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৭ ধারা ভঙ্গ করার কারণে ৯০ ধারায় দুই লেগুনা চালকের নিকট থেকে ১ হাজার শ টাকা জরিমানা আদায় করা হয়।