কৃষি সমাচার

মেহেরপুরে মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ জুলাই: ‘মাছ চাষে গড়বো দেশ, বদলো দেব বাংলাদেশ’ এ শ্লোগানে আলোচনা সভা, র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে মেহেরপুরে মৎস্য সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যাল চত্বও থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবিরের নেতৃত্বে র‌্যালীতে অন্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসান , উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীসহ মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, মৎস্য সমিতির প্রতিনিধি শহিদ সাদিক হোসেন বাবুল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক, মৎস্য চাষী মুহিত আলী, খুদিরাম হালদার, রশিদুল ইসলাম প্রমুখ।

পরে ভৈরব নদে মাছের অবমুক্ত করা হয়। পরে পন্ডের ঘাট এলাকার ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।