বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মেহেরপুর পৌরসভার মেয়র মহফুজুর রহমান রিটন, এন এস আই এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, আরএমও ডাঃ মোখলেছুর রহমান, মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার,মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেল সুপার মনির হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রন্জন রায়,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস রাজ্জাক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান,জেলা মৎস্য কর্মকর্তার রোকনুজ্জামান প্রমূখ।