বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যানবাহনের কাগজাদি পরীক্ষা করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

June 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন: মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যেগে কলেজ মোড়ে সড়কে চলমান বিভিন্ন স্তরের যানবাহনের কাগাজাদি পরীক্ষা করা হয়েছে। শনিবার সন্দ্ধ্যায় মেহেরপুর সদর থানা পুলিশের সার্জেন্ট লস্কর রাকিব হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা এ অভিযান চালান। অভিযানে ৮ টি পরিবহন বাস,১০টি মাইক্রোবাস ও প্রাইভেটকার এবং ২০ টি মটরসাইকেলের কাগগাজাদি পরীক্ষা-নিরিক্ষা করা হয়। অভিযান পরিচালনাকারী সার্জেন্ট লস্কর জানান,বৈধ কাগজপত্র না থাকায় ৫ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।