মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ফেব্রুয়ারী: জাতীয় পথ নাট্যোৎসব উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার খুলনা বিভাগীয় ফোরামের সহযোগীতায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নাটক” ক্ষ্যাপা পাগলের প্যাঁচাল” মঞ্চায়িত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারের বেদীতে নাটকটি মঞ্চায়িত করেন দর্শনার সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা। এর আগে সেখানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা।