মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর: মেহেরপুরে ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
আলমগীর হোসেনর হাতে স্মারক লিপি তুলে দেন মুক্তিযোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু,সদর উপজেলা কমান্ডার তৌফিক আলী সহ সাধারন মুক্তিযোদ্ধারা। এদিকে একই দাবীতে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুন নিয়ে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিরাট র্যালি বের হয়ে গাংনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বুধবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার
মুনতাজ আলী,সাবেক কমান্ডার ও সাবেক এমপি মকবুল হোসেন, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম,গাংনী উপজেলা আওয়ামলীগের সধারণ সম্পাদক এমএ খালেক,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমরান আহমেদ এর হাতে স্মারকলিপি তুলে দেন। এর পর গাংনী বাসস্ট্যান্ড চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী তরান্বীত ও জামাত শিবিরের রাজনীতি বন্ধের দাবীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি তুলে দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল ও ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম।