রাজনীতি

মেহেরপুরে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবীতে আওয়ামীলীগের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

January 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী: যুদ্ধাপরাধীদের বিচার ও বাচ্চু রাজাকারের বিরুদ্ধে দেয়া ফাঁসির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর হোটেল বাজার চার রাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.মিয়াজান আলী,আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আশকার আলী,সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমুখ। মানববন্ধনে মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নেতা,কর্মি ও সমর্থক অংশগ্রহন করেন।