বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

January 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে  শনিবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা সংসদ কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে জেলা প্রশাসন চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মুনতাজ আলী, তৈাফিক এলাহী প্রমুখ।