বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাঠি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 11, 2017

মেহেরপুর নিউজ, ১১ নভেম্বর: বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহীদ সামছুজোহা নগর উদ্যানে জেলা যুবলীগের অহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ খেলার উদ্বোধন করেন।

এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, মালেক হোসেন মোহন, ফিরোজ আহাবেদসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এরআগে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের আহবায়ক মহফুজুর রহমান রিটন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।