বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুবলীগ কর্মী নাকরাম হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে গ্রামবাসী

By মেহেরপুর নিউজ

May 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:

মেহেরপুরে যুবলীগ কর্মী নাকরামকে হত্যাকারী অপর যুবলীগ কর্মী রিপনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে স্মারকলিপি দিয়েছে দিঘীরপাড়া গ্রামবাসী।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুরের দিঘীরপাড়ার শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিলসহকারে  পুলিশ সুপার কার্যালয়ে এস পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন এর হাতে স্মারকলিপি তুলে দেন । এর পর বিক্ষিাভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ করে । পরে পর তারা জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের কাছে খুনী রিপনের ফাঁসির দাবিতে স্মারকলিপি পেশ করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপর দেড় টার দিকে মেহেরপুর শহরের হাসপাতাল সড়কের হান্দু মিয়ার বাগানে লিচু খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডতার এক পর্যায়ে যুবরীগ কর্মী রিপন অপর যুবলীগ কর্মী নাকরামের পেটে চাকু মারে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। নাকরামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া যাওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।