বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে যুবলীগ কর্মী নাকরাম হত্যা মামলায় আটক ৪

By মেহেরপুর নিউজ

May 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মে: মেহেরপুরে যুবলীগ কর্মী নাকরামকে হত্যা মামলায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে ৪ জন কে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, মামলার ২ নং আসামী জাহিদ (৩০), হিরোক (২৫), আলাল (২০), দুলাল (২২)। আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে। সদর থানার তদন্ত ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহরের গড়পাড়ার সামুর ছেলে জাহিদ, ফোজদারি পাড়ার কামালের ছেলে হিরোক ও মন্ডল পাড়ার সেরেগুলের ছেলে আলাল ও দুলাল কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। নাকরাম হত্যা মামলার তদন্তকারি অফিসার এস আই মিজান জানান, আটককৃতরা মামলার এজাহার ভুক্ত আসামী । ১নং আসামী রিপন কে আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার দুপর দেড় টার দিকে মেহেরপুর শহরের হাসপাতাল সড়কের হান্দু মিয়ার বাগানে লিচু খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডতার এক পর্যায়ে যুবরীগ কর্মী রিপন অপর যুবলীগ কর্মী নাকরামের পেটে চাকু মারে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। নাকরামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া যাওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।