মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলামের বৃক্ষরোপন কর্মসূচি পালন। শুক্রবার বিকালের দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সেখানে তিনি বিভিন্ন ধরনের বৃক্ষের চারা রোপন করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।