বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রং শিল্পী শ্রমিকদের পেইন্টার সম্মেলন পন্ড ডিলারদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন

By মেহেরপুর নিউজ

March 28, 2010

নিউজ ডেস্ক রং শিল্পী শ্রমিক ও রং শিল্পী শ্রমিক ইউনিয় সম্পর্কে উদ্দেশ্য করে ডিলারদের আপত্তিকর বক্তব্যের কারণে বার্জার পেইন্ট কোম্পানীর উদ্যেগে মেহেরপুরে অনুষ্ঠিত কোম্পানির পেইন্টার সম্মেলন পন্ড করে দিয়েছে সম্মেলনে যোগ দেয়া শ্রমিকরা। আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে শ্রমিকরা সম্মেলন স্থল থেকে বের হয়ে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আজ ২৭ মার্চ শনিবার সকালে বার্জার পেইন্ট কোম্পানীর উদ্যেগে বার্জার পেইন্ট কোম্পানীর মেহেরপুরের ডিলারদের সহযোগিতায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতেই মেহেরপুরের ডিলার প্রতিনিধিরা রং শিল্পী শ্রমিক ও রং শিল্পী শ্রমিক ইউনিয় সম্পকে আপত্তিকর বক্তব্য দেয়ায় সম্মেলনে হৈচৈ শুরু হয়। তাৎক্ষনিক প্রতিবাদ করে ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মেলন বয়কট করে বাইরে বেরিয়ে আসে এবং মেহেরপুর রং শ্রমিক ইউনিয়নের সভাপতি জেহের আলী, সম্পাদক আবু সুফিয়ানের নেতৃত্বে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করতে থাকে। অবস্থা বেগতিক দেখে কোম্পানী প্রতিনিধি ও ডিলাররা গোপনে সম্মেলন স্থল ত্যাগ করে । এছাড়াও আয়োজকদের দোকানে হামলা হবে এ আশংকায় তারা দোকান বন্ধ করে দেয় বলে জানা গেছে ।