ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে রথযাত্রা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা  বোরবার মেহেরপুরে অনুষ্ঠিত হয়। প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৫-২০ মিনিটের সময় মেহেরপুর শহরের নায়েব বাড়ি পূজা মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা সূচনা করা হয়। এসময় সেখানে পূজা অর্চনা ও উলু ধ্বনি দেয়া হয়। রথের শীর্ষ মাধবদের বিগ্রহকে বহন করা রথটি ভক্তরা দড়ি ধরে টেনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। রথের অগ্রভাগে রথযাত্রা কমিটির আহবায়ক অ্যাড. পল­ব ভট্টাচার্য, কার্তিক চন্দ্র সাহা, দিজেন্দ্র নাথ, ললিতা আগর ওয়ালা, দেবি বাগচী, গৌরি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ৮ দিন পরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার যবনিকাপাত হবে।