ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে রথযাত্রা

By মেহেরপুর নিউজ

July 14, 2018

মেহেরপুর নিউজ, ১৪ জুলাই : মেহেরপুর হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মেহেরপুর নায়েরবাড়ি মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, বড় বাজার, প্রধান সড়ক হয়ে কোর্ট মোড় ঘুরে হরিসভায় গিয়ে শেষ হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ নেচে-গেয়ে বাদ্য বাজিয়ে, উলু ধ্বনী ও সাঁক বাজায়। পরে হরিসভা মন্দির প্রাঙ্গনে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রথরাত্রায় অন্যদের মাঝে সাধারণ সম্পাদক অভিজিত বসু, কাজল দত্ত, ধিজেন্দ্র নাথ, কাত্তিক মল্লিক সহ হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। আগামী শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।