ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে রমজান মাসে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখার লক্ষে সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 05, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ আগস্ট:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে রমজান মাসে জেলার দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখার লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সরকারি,বেসরকারি পর্যায়ের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়িক নেতৃবৃন্দ,হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ,সাংবাদিক,এনজিও প্রতিনিধি,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ ৫ আগস্ট বেলা ১১ টায় মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ.পৌর মেয়র মোতাছিম বিল্লাহ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশকার আশকার আলী,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট,বড় বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আত্তাব আলী,হোটেল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি প্রমূখ।

সভায় রমজান মাস জুড়ে দিনের বেলায় হোটেল রেস্তোরা বদ্ধ রাখা এবং জিনিসপত্রের দাম না বাড়োনোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।