রাজনীতি

মেহেরপুরে রাজনগরে যৌথবাহিনীর অভিযানে আটক ৩৭ জনের মধ্যে ২০ জন কে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

By মেহেরপুর নিউজ

December 19, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর: মেহেরপুরের সদর উপজেলার রাজনগর গ্রামে চিরুনি অভিযানে যৌথবাহিনীর হাতে আটক ৫ মহিলা সহ বিএনপি জামায়াতের  ৩৭ জন নেতাকর্মীর মধ্যে ২০ জনকে  বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত । বাকী ১৭ জনকে বিভিন্ন মামলায় আটক দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো, রজনগর গ্রামের  বিএনপি নেতা  ও ইউপি সদস্য আলিহিম হোসেনের স্ত্রী সোহাগীকে ১বছর ৯ মাস,বকুলের স্ত্রী আসমাকে ১ মাস,আজিজুলের স্ত্রী লতিফাকে ৪ মাস কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২৩ দিনের কারাদন্ড,আব্দুল বারীর স্ত্রী চাঁদ ভানুকে ১০ দিন , আকরামের ছেলে মানিককে ১০ দিন, বারাদি গ্রামের জহুর আলী ছেলে আনারুলের ২ মাস, ওহাব আলীর ছেলে আলামিনের ১মাস ১৪ দিন, মহাজনপুরের জাকের আলীর ছেলে বিল্লালের ১মাস ১০ দিন, রাজনগরের মাহবুবের ছেলে সাইদুরের ২৩ দিন,আব্দুর রহিমের ছেলে আব্দুল মজিদের ১বছর জেল, ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসে, সিরাজুলের ছেলে হাসানের ৩ মাস,কুদ্দুসের ছেলে আনোয়ারের ৩ মাস, মোজাহারের ছেলে সামসুদ্দিনের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল, হিজুলীর জাহাঙ্গীরের ছেলে সিরাজুলের ৪ মাস,শাহাবদ্দিনের স্ত্রী হাফিজার ৫’শ টাকা জরিমানা, নুর ইসলামের ছেলে আজিজুল, এলাহি জেয়ার্দারের ছেলে আব্বাসে,জবেদ আলীর ছেলে খেদের আলী,মহাসিনের ছেলে আব্দুল করিম ও চুয়াডাঙ্গার কুতুবপুরের ভাষান আলীর ছেলে মিজানের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের করে কারাদন্ড দেয়া হয়। এছাড়া আটক বাকি ১৭ জনকে বিভিন্ন মামলার আসামী হিসেবে আটক দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর থানা চত্বর ও মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার( ভূমি) ফরিদ হোসেন ও  সহকারী কমিশনার হুমায়ন কবির পৃথক ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ফরিদ হোসেন জানান, সাম্প্রতিক হরতাল ও অবরোধে সহিংস ঘটনায়  জড়িত থাকায় আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,আজ বৃহস্পতিবার ভোর থেকে যৌথবাহিনীর সদস্যরা হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টি করার অপরাধে দায়ের হওয়া মামলার আসামীদের আটক করতে মেহেরপুর সদর উপজেলার রাজনগর ও হিজুলী গ্রামে চিরুনি অভিযান চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশী চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৫ জন মহিলা কর্মী সহ ৩৭ জনকে আটক করে।