বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রাত ১০টা থেকে চায়ের দোকান বন্ধ!

By মেহেরপুর নিউজ

August 29, 2016

মেহেরপুর নিউজ,২৯ আগষ্ট: মেহেরপুর শহরের চায়ের দোকানগুলোকে রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে । তবে এনিয়ে ভুল বোঝাবুি তে সাধারণ ব্যবসায়ীরাও অনেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলছে ঝামেলা এড়ানোর জন্য। তবে পুলিশ সুপার বলছেন গণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি। শুধুমাত্র অবাঞ্ছিত আড্ডা ও ক্যারাম খেলা হয় এমন চাস্টলগুলোকে রাত ১০টার পর বন্ধ রাখতে বলা হয়েছে। পুলিশের কিছু সদস্যদের বিরুদ্ধে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, রাত ১০ টার পর দোকান বন্ধ রাখতে। নাম প্রকাশ না করার শর্তে বড়বাজারের কয়েকজন ব্যবসায়ীরা অভিযোগ করেন- সন্ত্রাস দমনে তারাও একমত। তবে রাত ১০টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ তাদের রুটি রুজির প্রতি আঘাত। সামনে পূজা, কোরবাণীর ঈদ ও নবান্ন উসব। এসময় তাদের গভিররাত পর্যন্ত বেচাকেনা চলে। শহরের কাথুলী সড়কের এক মুদি দোকানী অভিযোগ করে বলেন, কয়েকজন কনষ্টেবল এসে তাকে রাত ১০টার মধ্যে দোকান বন্ধ করার কথা জানিয়েছেন। না করলে সমস্যা হতে পারে বলে হুশিয়ারিও দিয়েছেন। বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পুলিশ সুপারের সাথে ব্যবসায়ীদের বৈঠকে যেসব চা স্টলে টেলিভিশন আছে সেসব চা স্টল বন্ধর সিদ্ধান্ত হয়েছে। গণ বন্ধের কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। এ প্রসঙ্গে পুলিশ সুপার আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধুমাত্র শহরে যেসব টঙ দোকানে বা চায়ের অবাঞ্ছিত আড্ডা হয় এবং ক্যারাম খেলা হয় সেসব দোকান রাত ১০ টার পর বন্ধ করার কথা বলা হয়েছে। স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার কোনো কথা বলা হয়নি। যদি পুলিশের কেউ এর বাইরে কোন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে যায় অভিযোগ পেলে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।