বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে দুই চোর আটক

By Meherpur News

August 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে রিকশার ব্যাটারি চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। শনিবার (মধ্যরাতে) এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো—কালাচাঁদপুর গ্রামের খোকার ছেলে মো. জসিম এবং শহরের শিশু বাগানপাড়া এলাকার জনির ছেলে মো. দাতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম ও দাতা রিকশার ব্যাটারি চুরির উদ্দেশ্যে রায়পুর গ্রামে যায়। এসময় ব্যাটারি খুলে নেওয়ার মুহূর্তে এলাকাবাসী তাদের ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।