বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

November 13, 2025

মেহেরপুর নিউজ:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম প্রমুখ।

সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।