কৃষি সমাচার

মেহেরপুরে রোপা আউস কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

By মেহেরপুর নিউজ

April 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে  খরিপ-১ ২০১৪ মৌসুমে রোপা আউস কৃষি পূনবাসন  কমূসূচী  প্রকল্পের আওতায় চাষীদের মধ্যে বিনোমুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা নিবর্হী অফিসার নাজনিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.মারুফ আহমেদ বিজন কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক চৈতন্য কুমার দাস । বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এন এ হালিম, সম্প্রসারন কর্কর্ জোবা্দিুর রহমান রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজহ্জামান, ইউপি সদস্য ওয়াহিদুর রহমান ডাবলূ প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ৫৮০ জন কৃষকের মধ্যে ২০ কেজি ইউরিয়া ১০ কেজি ড্যাপ, ১০ কেজি এমওপি , ৫ কেজি ধানের বীজ ও নগদ ৩০০ টাকা করে বিতরণ করা হয়।