কৃষি সমাচার

মেহেরপুরে লাল তীর কোম্পানীর ফুল কপির বীজ লাগিয়ে সর্বশান্ত কৃষক মনিরুল

By মেহেরপুর নিউজ

January 21, 2014

মিজানুর রহমান,সিনিয়র রিপোর্টার: লাল তীর কোম্পানির বীজ কিনে ফুল কপি লাগিয়ে সর্বশান্ত হয়েছেন মেহেরপুর শহরের বেড়পাড়ার চাষী মনিরুল ইসলাম।

জানা গেছে, মেহেরপুর শহরের বেড় পাড়ার মোজাম্মেল হকের ছেলে মনিরুল ইসলাম লাল তীর কোম্পানির আত্রিয়া জাতের ফুল কপির বীজ কিনে প্রায় দেড় বিঘা জমিতে চাষাবাদ শুরু করেন। এদিকে জমিতে ফুলকপির আসার পরে পুরো জমির ফুলকপিতে ফুলের মাঝ দিয়ে সবুজ বর্নের আভা বের হতে শুরু করে। ওই কপি তুলে বাজারে বিক্রি করতে গেলেও কপির রং দেখে কেউ কপি কিনতে চাচ্ছেন না্ ।

মঙ্গলবার দুপরে সরেজমিনে মেহেরপুর শহরের বেনাগাড়ী মাঠের জমিতে যেয়ে দেখা গেছে প্রায় ৪ হাজার কপি গাছের ছোট বড় মাঝারি ফুলকপির ফুল আসলেও প্রতিটি ফুলে সবুজের আভায় ভরে রয়েছে। ফুলকপি চাষী মনিরুল জানান, প্রায় ২৫ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত তিন দিনে ৪’শ ৫০ টাকার কপি বিক্রি করতে পেরেছি যা তুলতে খরচ হয়েছে ৪’শ ২০ টাকা। এ ব্যাপারে লাল তীর কোম্পানীর স্থানীয় প্রতিনিধি ফরিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে মেহেরপুর নিউজকে তিনি জানান, বিলম্বে কপি লাগানোর কারনে কপির এ অবস্থা হয়েছে। তারপরও উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করা হযেছে বলে তিনি জানান।