বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে লিচুর ট্রাক থেকে ৩শ বোতল ফেনসিডিলসহ দুই জন আটক

By মেহেরপুর নিউজ

May 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে: লিচু ভর্তি ট্রাকে ঢাকায় ফেনসিডিল নেওয়ার সময় মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব প্রধান সড়ক থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৩শ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। এরা হচ্ছে- মেহেরপুর শহরের বোসপাড়ার মিনহাজ উদ্দীন ওরফে তুফানের ছেলে রাজমহল রিকন (২৭) ও আমঝুপি গ্রামের হারুন-অর রশিদের ছেলে সেলিম রেজা (২০)। অভিযান পরিচালনাকারী র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এম.এম শাকিলুজ্জামান জানিয়েছেন,রোববার রাত নয়টার দিকে  মেহেরপুর থেকে একটি ট্রাক লিচু বোঝাই করে ঢাকা অভিমুখে রওনা হয়। লিচুর মধ্যে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাড়াডোব ইটভাটার পার্শ্বে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এসময় ট্রাক আটকে তল্লশিী চালিয়ে ৩শ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করে র‌্যাব। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।