বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে লিচু বাঁচাতে নির্বিচারে পাখি হত্যা করা হচ্ছে

By মেহেরপুর নিউজ

May 14, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:

মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় লিচু বাঁচাতে নির্বিচারে পাখি হত্যা করা হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, এমনিতেই বিভিন্ন কারনে পাখি বিলুপ্ত হতে চলেছে। এর উপর লিচু খাওয়ার কারনে নিরিহ পাখিরা বাগান মালিকদের পেতে রাখা কারেন্ট জালে আটকে পড়ে মারা যাচ্ছে। প্রকৃতির নিয়মানুযায়ী পাখিদের আবাধে গাছের ফলফলারী খেয়ে বেঁচে থাকার কথা। কিন্তু অসাধু বাগান মালিকদের কারনে পাখিরা যেমন অবাধে বিচরন করতে বাধা প্রাপ্ত হচ্ছে তেমনি জীবনও দিতে হচ্ছে তাদের। মধু মাস জ্যৈষ্ঠ শুরু হওয়ার আগেই ব্যবসায়ীরা অধিক মুনফা লাভের আসায় লিচু গাছে রাসায়নিক ওষুধ ছিটিয়ে লিচু পাকাচ্ছে। রাসায়নিক ওষুধ মিশ্রিত ওই লিচু ফল খেয়ে অনেক পাখি মারা যাচ্ছে। সাথে সাথে গাছের চারপাশে পেতে রাখা কারেন্ট জালে আটকা পড়ে অনেক পাখি মারা যাচ্ছে।