বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে লিজ জমির গাছ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ করলে লিজ নেওয়া ব্যক্তি পিটিয়েছে জমির মালিক লিজনকে

By মেহেরপুর নিউজ

March 29, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(২৯ মার্চ): লিজ দেওয়া জমিতে আগুন লাগিয়ে গাছ পুড়িয়ে দেয়ার প্রতিবাদ করায় জমির মালিক লিজন নামের এক ব্যক্তিকে পিটিয়েছে লিজ গহিতা ফজলু। বর্তমানে সে মেহেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়, মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড পাড়ার মৃত শহিদুল ইসলাম এর ছোট ছেলে লিজন তার জমি ময়ামারি গ্রামের বকুল এর ছেলে ফজলুকে চাষাবাদের জন্য লীজ প্রদান করে। ফজলু লিজকৃত জমিতে গমের চাষ করে এবং গম কাঁটার পর জমিতে আগুন লাগিয়ে খড় পুড়িয়ে দেয়। এসময় আগুনে জমিতে থাকা বেশ কয়েকটি মেহগনি গাছের ক্ষতি হয়। সংবাদ পেয়ে জমির মালিক লিজন আজ ২৯ মার্চ সোমবার জমিতে এসে আগুন লাগানোর প্রতিবাদ করতে গেলে লিজকৃত ব্যক্তি উত্তেজিত হয়ে পড়ে এবং জমির মালিককে বেধড়ক লাঠিপেটা করে। মাঠের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসে।