বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে লেখক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন পালন

By মেহেরপুর নিউজ

November 13, 2019

মেহেরপুর নিউজ:

“নীল মোড়ক” একটি সংগঠন, একটি পরিবার, এরা মানুষকে গল্প-কবিতা-গান উপন্যাসের বই পড়তে মানুষকে আগ্রহী করে, মানুষের বাসায় বাসায় গিয়ে পড়ার জন্য বিনামূল্যে বই দিয়ে আসে, পড়া শেষ হয়ে গেলে আবারো তার বাসায় যেয়ে ফেরত নিয়ে আসে এই নীল মোড়কে সদস্যরা ।

মেহেরপুরে নীল মোড়কের পাঠকদের উদ্যোগে লেখক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে নীল মোড়কের পাঠকরা ছোট বাচ্চাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃতি, গান করে ও পরে কেক কেটে লেখক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন পালন করে ।

এসময় উপস্থিত ছিলেন নীল মোড়কের সদস্য লিমন,রিপন,লাবলী,ফারজানা,জামিরুল,সজল,আরো উপস্থিত ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের আল মাহমুদ লিমম ও চারু তারিন সহ নীল মোড়কে সকল পাঠকরা।