বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের উপকারভোগীদের ভাতা প্রদানের লক্ষ্যে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 08, 2018

মেহেরপুর নিউজ, ০৮ আগষ্ট: মেহেরপুর জেলা মহিলা সংস্থার উদ্যোগে বুধবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকারভোগীদের ভাতা প্রদানের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম সাফিউল আযম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, মুজিবনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, পৌর সচিব তৌফিকুল আলম, কাউন্সিলর হামিদা খাতুন, এনজিও প্রতিনিধী রাজিয়া আখতার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পিও সেলিম রেজা প্রমূখ। সভায় ৭শ ৫০ জন উপকারভোগী মহিলাকে ভাতা প্রদান করা হয় বলে জানানো হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন ভাতা প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।