রাজনীতি

মেহেরপুর শহরে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

By মেহেরপুর নিউজ

January 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী: “যারা ডাকে হরতাল তাদের মাথায় ঘোল ঢাল,কথায় কথায় হরতাল মানিনা মানবোনা” এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে মেহেরপুরে হরতাল বিরোধীবিক্ষোভ মিছিল করেছে শহর ছাত্রলীগ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে হোটেল বাজার মোড়ে শহর ছাত্রলীগের সভাপতি  মাহফুজুল হক পোলেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারীকুল ইসলাম লিজন, সাধারন সম্পাদক শোভন,কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরতই খুদা রুবেল প্রমুখ।