বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

By Meherpur News

July 18, 2025

মেহেরপুর নিউজ:২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি।

জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী সড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, কাজী মিজান মেনন, ফারুক হোসেন, রোমানা আহমেদ, অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।