মেহেরপুরের মল্লিক পাড়ার নেপোলী ক্লাবের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এসময় তিনি খেলোয়ারড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় রাজ এন্টার প্রাইজ ২-১ গোলে রোলেক্স একাদশকে পরাজিত করে। রাজ এন্টার প্রাইজের রাজিব ও দিবা এবং রোলেক্স একাদশের ভোজু গোল করে।
# নিজস্ব প্রতিবেদক #