রাজনীতি

মেহেরপুরে শহীদ জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে বিএনপির মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

January 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারী: শহীদ জিয়ার প্রদর্শিত পথেই সকল অগণতান্ত্রিক শক্তিকে রুখতে হবে এই শ্লোগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকীতে মেহেরপুর বিএনপি মিছিল ও সমাবেশ করেছে।

আজ রোববার সকালে অনুষ্ঠিত মিছিলের নেতৃত্ব দেন সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী  কমিটির সদস্য মাসুদ অরুন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মেহেরপুর পৌর টাউন হল প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমএবশে  সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, শহীদ জিয়ার প্রদর্শিত পথেই সকল অগণতান্ত্রিক ও স্বৈরাচারী  শক্তিকে রুখতে হবে। তিনি বলেন জিয়া পরিবারকে ধ্বংসের যে কোন ষড়যন্ত্র এদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান,  জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস প্রমুখ।