রাজনীতি

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদৎ বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

June 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: মেহেরপুর জেলা জাতীয়তাবাদি নাগরিক দলের উদ্যোগে মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদি নাগরিক দলের জেলা আহবায়ক তারিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ আরুন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, এম একে খায়রুল বাসার, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক আজিমদ্দিন গাজী। বক্তব্য রাখেন, নাগরিক দলের নেতা এসকে শিল্টু, একে এম শাহারিয়ার, শাহ নেওয়াজ হোসেন, আব্দুল আওয়াল প্রমুখ। পরে সেখানে দোওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।